চলে আয় তুই ঘুম ভাঙা চোট নিয়ে এগিয়ে আমার পাড়ায় বসে আছি আমি কোন সে গলির মোড়ে কোন ভোরের সীমানায় তোর চোখের কাজলে, তোর মায়া আঁচলে তোর স্বপ্নের বাঁধনে নিজেকে বেঁধে নিতে তোর আদরের গন্ধতে, তোর কথার ছন্দতে তোর ভালো-মন্দতে আমাকে খুঁজে নিতে হেঁটে চলে যাই দূর বহুদূর, আরও দূর হাতে থাক তোরে হাত কাটবে রাত স্বপ্নমধুর ♪ তোর পরন মেখলা, আজ আকাশও মেঘলা কী করে বল আমি সামলাবো তোর মতন এক পরী তোকে ছাড়া আমি আর কোথায় বল খুঁজে পাবো? আজ আড্ডারা ঘর ছেড়ে Park-এ কিংবা ঝিল পাড়ে নিস্তব্ধ নদীর ধারে Please, একবার আমার সাথে হেঁটে চলে যাস দূর বহুদূর, আরও দূর হাতে থাক তোরে হাত কাটবে রাত স্বপ্নমধুর হেঁটে চলে যাই দূর বহুদূর, আরও দূর হাতে থাক তোরে হাত কাটবে রাত স্বপ্নমধুর