বাড়ি যাবো, বাড়ি যাচ্ছি চেনা মাটির সুবাস পাচ্ছি বাড়ি যাবো, বাড়ি যাচ্ছি চেনা মাটির সুবাস পাচ্ছি কাছের মানুষ পথ চেয়ে হাসবে সুখে আমায় পেয়ে স্মৃতির বুকে স্বপ্ন উড়ে কত কী যে মনে পড়ে মনে পড়ে বাড়ি যাবো, বাড়ি যাচ্ছি চেনা মাটির সুবাস পাচ্ছি বাড়ি যাবো, বাড়ি যাচ্ছি চেনা মাটির সুবাস পাচ্ছি সুবাস পাচ্ছি চেনা মাটির সুবাস পাচ্ছি ♪ নামাজ শেষে মায়ের কবর বাবা শুয়ে তার উপর ভাইয়া শুয়ে পাশে তারই আমার সাথে বাঁধা নাড়ি, বাঁধা নাড়ি তাদের জন্য, শূন্য লাগে মনে পড়ে ভীষণ মাকে মনে পড়ে ভীষণ মাকে ভীষণ মাকে ♪ ফিরে এসে দেখবো ঘরে খুশির ঝিলিক খেলা করে বন্ধুরা সব মিলবো কবে কুশল হবে, ঝগড়া হবে চায়ের কাপে ঝড় তুলে আড্ডা হবে হৃদয় খুলে দুলাল বাবুর সেই দোকানে দিন ফুরোবে, সবাই জানে দিন ফুরোবে, সবাই জানে বাড়ি যাবো, বাড়ি যাচ্ছি চেনা মাটির সুবাস পাচ্ছি বাড়ি যাবো, বাড়ি যাচ্ছি চেনা মাটির সুবাস পাচ্ছি সুবাস পাচ্ছি চেনা মাটির সুবাস পাচ্ছি