Kishore Kumar Hits

Lagnajita Chakraborty - Fire Ay Na lyrics

Artist: Lagnajita Chakraborty

album: Fire Ay Na


যাস না ছেড়ে তুই
পাশ না ফিরে শুই
স্মৃতি না যন্ত্রণা, ডাকবো কী?
এ কি যে হলো, বল
ভাঙছে মনোবল
চোরাবালির দিকে হাঁটবো কি?
হাঁটতে গিয়ে দেখি
সব বানানো মেকি
রক্তপতাকা যে তাও ওড়ে
তোর একাকী চোখে
বন্দী করে তোকে
ডাকছি দেখ তোর নাম ধরে
তুই ফিরে আয় না, ফিরে আয় না
ফিরে আয় না নীল পথ ধরে
তুই ফিরে আয় না, ফিরে আয় না
ফিরে আয় না নীল পথ ধরে

মনভোলানো রাতে
চোখ দোলানো ছাদে
গল্প বাড়িয়েছি, তুই ছিলি
একলা ধানসিঁড়ি
বাড়িতে তবু ফিরি
তোরই জন্য, তুই কী দিলি?
দিলি বা দিলি যদি
শ্রাবণে ভরা নদী
নৌকা ছাড়া, বল, কী উপায়?
সাঁতার ছাড়া কী?
পাগলপারা কী?
সব কথা কি বলে বোঝানো যায়?
তুই ফিরে আয় না, ফিরে আয় না
ফিরে আয় না নীল পথ ধরে
তুই ফিরে আয় না, ফিরে আয় না
ফিরে আয় না নীল পথ ধরে

তোর চলার পথে ছড়ানো ছিলো যত গোলাপজল
শুকিয়ে গেছে, আর লুকিয়ে গেছি ক্ষত অনর্গল
ভালোবাসায় ভালো আছে টা কী
সেই যদি আমাকে দিলি ফাঁকি!
অন্ধকারে থাকে আলো নাকি
কোথায়, বল (কোথায়, বল, কোথায়, বল)
তুই ফিরে আয় না, ফিরে আয় না
ফিরে আয় না নীল পথ ধরে
তুই ফিরে আয় না, ফিরে আয় না
ফিরে আয় না নীল পথ ধরে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists