মেঘলা মন যখন কাঁদে সারাক্ষণ বৃষ্টি হয়ে ঝরে মন কেমন তখন তোমার কাছে আসা, তোমায় ভালোবাসা একটু শুধু প্রেম, এই তো জীবন মেঘলা মন যখন কাঁদে সারাক্ষণ বৃষ্টি হয়ে ঝরে মন কেমন তখন তোমার কাছে আসা, তোমায় ভালোবাসা একটু শুধু প্রেম, এই তো জীবন ♪ শিশির ভেজা এ রাত, চাঁদের আলোর সাজ তুমি যে রূপকথা, কবির কবিতা আজ মনের ময়ূরী তুমি, সাগর গভীরে তুমি অতল ভালোবাসা জলছবি আজ মেঘলা মন যখন কাঁদে সারাক্ষণ বৃষ্টি হয়ে ঝরে মন কেমন তখন ♪ ভেসে আসা কোনো মেঘ, হয়তো তোমারই মন বৃষ্টি হয়ে ঝরে মুক্তধারার মতন মনের মণিকোঠায় রাখব ধরে তোমায় ফিরে এসো প্রিয়তম ফল্গুধারার মতন মেঘলা মন যখন কাঁদে সারাক্ষণ বৃষ্টি হয়ে ঝরে মন কেমন তখন তোমার কাছে আসা, তোমায় ভালোবাসা একটু শুধু প্রেম, এই তো জীবন