Kishore Kumar Hits

Subhamita - Shraboner Baish Tarikhe lyrics

Artist: Subhamita

album: Shraboner Baish Tarikhe - Single


এ পথে আমি যে গেছি বার বার
ভুলি নি তো এক দিনও
আজ কি ঘুচিল চিহ্ন তাহার
উঠিল বনের তৃণ
আমি এই থামলাম, হাতভর্তি তোমার চিঠিরা
উড়ে যেতে চাইছে আজ যেদিকে নিস্তার, শামিয়ানা
আকাঙ্ক্ষা বাতিল শব্দ, জীবন blade-এর নীচে শিরা
শেষেরও তো শেষ আছে, শুধু তার সমাপ্তি অজানা

তবু মনে মনে জানি, নাই ভয়
অনুকূল বায়ু সহসা যে বয়
চিনিব তোমায় (আসিবে সময়, তুমি যে আমায় চিন)
আজ যত বৃষ্টি হবে, আজ যত মেঘ ডাকবে
সব পুরোনো দিনের মতো ফিরে ফিরে আসবে বারেবারে
বন্দরে জাহাজ ভিজছে, একা ঘোরে রেডিওর knob
একটু জল লেগে আছে ফেলে দেওয়া চিঠির কিনারে
এ পথে আমি যে গেছি বার বার
ভুলি নি তো এক দিনও

আমার হল না যাওয়া, সঙ্গে যাওয়া হল না আমার
তোমার নতুন পথ নতুন দিনের কথা বলে
Highway হারিয়ে গেছে মেঘলা হয়ে সাত-রাস্তা পার
চিঠির কিনারটুকু জেগে আছে ফেলে দেওয়া জলে
একেলা যেতাম যে প্রদীপ হাতে
নিবেছে তাহার শিখা
তবু জানি মনে তারার ভাষাতে
ঠিকানা রয়েছে লিখা
ছিলাম থাকার মতো, না-থাকার মতই থাকব না
দুটো একটা রুমালের মন-খারাপ, নিভে যাওয়া মোম
এক একটা ব্যালকনিতে easy chair-এর দিন গোনা
লোকে জানবে সোয়েটার, আমি জানবো ব্যথার পশম

পথের ধারেতে ফুটিল যে ফুল
জানি জানি তারা ভেঙে দেবে ভুল
গন্ধে তাদের গোপন মৃদুল
সঙ্কেত আছে লীন
এ পথে আমি যে
এ পথে আমি যে গেছি বার বার
ভুলি নি তো এক দিনও
আজ কি ঘুচিল চিহ্ন তাহার (উঠিল বনের তৃণ)
আবার কখনও যদি দেখা হয় অচেনা রাস্তায়
থেমে দুটো কথা বলব, ফের চলে যাবো অন্যদিকে
আজ তুমি সাবধানে যাও, মেঘেরা যেভাবে চলে যায়
একটু তো হবেই বৃষ্টি শ্রাবণের ২২ তারিখে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists