ভুবনমাঝি, তোমার মতো একটা জীবন দাও ভুবনমাঝি, তোমার মতো একটা জীবন দাও বদলে এই জীবন থেকে স্বপ্নগুলো নাও ভুবনমাঝি, তোমার মতো একটা জীবন দাও ♪ ভুবনমাঝি, আসতে তুমি দোলন বাতাস নিয়ে বলতে হেসে মাতন দিদি খেলবো ঝিনুক দিয়ে এখনও কি ভূবন-মাঝি ঝিনুক বিলায় যাও? দাও না কেন, দাও কুড়িয়ে আমার ঝিনুকটাও ভুবনমাঝি, ভুবনমাঝি ভুবনমাঝি, ভুবনমাঝি ♪ সাত পুরুষের বিলের ধারে তেঁতুল গাছে বাসা তোমার পালের হাওয়ায় ছিল পাখির যাওয়া আসা আঁচল ভরে তেঁতুল দিতে আঁজলা ভরে জল তোমার চোখের মণি আমার চোখে টলমল ভুবনমাঝি, ভুবনমাঝি ভুবনমাঝি, ভুবনমাঝি ♪ হারিয়ে গেছে ভুবনমাঝি সাত পুরুষের বিল তেঁতুল গাছে পাখি কোথায় এখন শুধুই চিল নাদের আলি বন্ধু তোমার আসতো মাঝে মাঝে শিখিয়ে যেত নামতা আমায় লাগলো কোথায় কাজে ভুবনমাঝি, ভুবনমাঝি ভুবনমাঝি, ভুবনমাঝি ♪ ভুবনমাঝি, আমি তো আর বালিকা নই আজ বয়েস আমার মুখের রেখায় ফেলেছে যে ভাঁজ ভুবনমাঝি, এখনও কি সেই নৌকা বাও ভুবনমাঝি, আরেকটি বার আমার পানে চাও ভুবনমাঝি, ভুবনমাঝি ভুবনমাঝি, ভুবনমাঝি ভুবনমাঝি, ভুবনমাঝি