Kishore Kumar Hits

Subhamita - Chhayay Chhayay lyrics

Artist: Subhamita

album: Jodi Bondhu Hao


ছায়ায় ছায়ায় এ মুখ শুধুই ঢেকে যায়
ছায়ায় ছায়ায় এ মুখ শুধুই ঢেকে যায়
খুঁজেছি নিজেকে চেনা আলোতে কতবার
এত আলো তবু ছড়ালো আঁধার
এত আলো তবু আলেয়া দু'চোখে জড়ায়
ছায়ায় ছায়ায় এ মুখ শুধুই ঢেকে যায়
ছায়ায় ছায়ায় এ মুখ শুধুই ঢেকে যায়

প্রতিদিন সবার চোখে নিজেকে দেখা
প্রতিদিন সবার চোখে নিজেকে দেখা
আর নিজের পরিচয় অবহেলায় বাঁচে একা
হাজার পাহাড় আঁধার আমার
বিষন্ন রাত পোহায়
ছায়ায় ছায়ায় এ মুখ শুধুই ঢেকে যায়
ছায়ায় ছায়ায় এ মুখ শুধুই ঢেকে যায়

কখনও-সখনও বিবর্ণ বিপন্ন
কে যেন দু'হাত বাড়ায়
বারে বারে ক্ষয়ে যাই শূন্যতায়
কখনও-সখনও বিবর্ণ বিপন্ন
কে যেন দু'হাত বাড়ায়
বারে বারে ক্ষয়ে যাই শূন্যতায়
চেনা চেনা ছবির অরণ্যে
কিসের সন্ধানে ছোটে মন

চেনা চেনা ছবির অরণ্যে
কিসের সন্ধানে ছোটে মন
মুখোশের আড়ালে উঁকি দেয় অন্য জীবন
হঠাৎ কখন চেনা জীবন
আবার সামনে দাঁড়ায়
ছায়ায় ছায়ায় এ মুখ শুধুই ঢেকে যায়
খুঁজেছি নিজেকে চেনা আলোতে কতবার
এত আলো তবু ছড়ানো আঁধার
এত আলো তবু আলেয়া দু'চোখে জড়ায়
ছায়ায় ছায়ায় এ মুখ শুধুই ঢেকে যায়
ছায়ায় ছায়ায় এ মুখ শুধুই ঢেকে যায়

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists