কে মনের ঘরে হাত বাড়িয়ে হেইয়া মারে টান
কে অনেকদিনের শেকড় ধরে হেইয়া মারে টান
দরজা ভেঙ্গে তখন আমি খোলা মাঠে একলা থামি
কে মনের ঘরে, হাত বাড়িয়ে হেইয়া মারে টান
কে অনেকদিনের শেকড় ধরে হেইয়া মারে টান
দরজা ভেঙ্গে তখন আমি খোলা মাঠে একলা থামি
খুশিরা দিলো ডানা, আকাশে সামিয়ানা
বাতাস দিলো ঠিকানা, চল, সেইখানে ছুটতে চল না
খুশিরা দিলো ডানা, আকাশে সামিয়ানা
বাতাস দিলো ঠিকানা, চল, সেইখানে ছুটতে চল না
♪
কে দিলো প্রাণ কানায় কানায়
উড়ে যেতে ভুলে যাওয়া জীর্ণ ডানায়
পাল তুলে নাও ছুটলো এবার
উজানের ঢেউ হলো সঙ্গী আমার
ফেলা আসা দিন আবছা মলিন দূর পাড়ে
দূর পাড়ে, দূর পাড়ে, দূর পাড়ে
খুশিরা দিলো ডানা, আকাশে সামিয়ানা
বাতাস দিলো ঠিকানা, চল, সেইখানে ছুটতে চল না
খুশিরা দিলো ডানা, আকাশে সামিয়ানা
বাতাস দিলো ঠিকানা, চল, সেইখানে ছুটতে চল না
♪
এ বুকে যত বন্দী বাতাস
ঝড় হয়ে পাড়ি দিলো দূরের আকাশে
কার ইশারায় ছাড়াই সীমানা
অন্য জীবন খোঁজে খুশির ডানা
কে যাবি আয়, নিষেধের বালাই মানি না
মানি না, মানি না, মানি না
খুশিরা দিলো ডানা, আকাশে সামিয়ানা
বাতাস দিলো ঠিকানা, চল, সেইখানে ছুটতে চল না
খুশিরা দিলো ডানা, আকাশে সামিয়ানা
বাতাস দিলো ঠিকানা, চল, সেইখানে ছুটতে চল না
কে মনের ঘরে হাত বাড়িয়ে হেইয়া মারে টান
কে অনেকদিনের শেকড় ধরে হেইয়া মারে টান
দরজা ভেঙ্গে তখন আমি খোলা মাঠে একলা থামি
খুশিরা দিলো ডানা, আকাশে সামিয়ানা
বাতাস দিলো ঠিকানা, চল, সেইখানে ছুটতে চল না
খুশিরা দিলো ডানা, আকাশে সামিয়ানা
বাতাস দিলো ঠিকানা, চল, সেইখানে ছুটতে চল না
খুশিরা দিলো ডানা, আকাশে সামিয়ানা
বাতাস দিলো...
Поcмотреть все песни артиста