মেঘেদের মিনারে দিগন্তের কিনারে বাদল আঁধার করেছে আবার আমার এই ঘর মেঘেদের মিনারে দিগন্তের কিনারে বাদল আঁধার করেছে আবার আমার এই ঘর পৃথিবী আমার পরেছে আবার দু'চোখে কাজল বাদলের কাজলে মেঘেদের মিনারে দিগন্তের কিনারে বাদল আঁধার করেছে আবার আমার এই ঘর ♪ আকাশের গায়ে কীসের ছায়া ছড়ায় হাওয়া ছোট্ট এ ঘর, তার দু'চোখে রোদ্দুর নিভে যাওয়া আকাশের গায়ে কীসের ছায়া ছড়ায় হাওয়া ছোট্ট এ ঘর, তার দু'চোখে রোদ্দুর নিভে যাওয়া কোথা থেকে ভিজে সে বাতাস নিজেই এলো আমাকে জড়ালো মেঘেদের মিনারে দিগন্তের কিনারে বাদল আঁধার করেছে আবার আমার এই ঘর ♪ এমনই আঁধার কখনও ছিল এ পাঁজরে আবছা আলোয় সে ছিল অতীতের আদরে এমনই আঁধার কখনও ছিল এ পাঁজরে আবছা আলোয় সে ছিল অতীতের আদরে স্মৃতির সেই ধূলো এ বাতাস ওড়ালো আবার আমাকে জড়ালো মেঘেদের মিনারে দিগন্তের কিনারে বাদল আঁধার করেছে আবার আমার এই ঘর পৃথিবীর আমার পরেছে আবার পৃথিবীর আমার পরেছে আবার দু'চোখে কাজল বাদলের কাজলে মেঘেদের মিনারে দিগন্তের কিনারে বাদল আঁধার করেছে আবার আমার এই ঘর আঁধার করেছে আবার আমার এই ঘর আঁধার করেছে আবার আমার এই ঘর