নিঝুম নিঝুম রাতে আয় ঘুম পরীদের সাথে নিঝুম নিঝুম রাতে আয় ঘুম পরীদের সাথে একটু আমাকে ছুঁয়ে যা স্বপ্নের আবেশে ধুয়ে যা নিঝুম নিঝুম রাতে আয় ঘুম পরীদের সাথে ♪ সকালের আলোতে স্বপ্ন আসে না ভাসে না পরীদের গান পড়ে থাকে জীবন নির্জন নির্জন ফাঁকা বুক, চাপা অভিমান শুধু দিয়ে যাওয়া আর সয়ে যাওয়া নিভে নিভে যাওয়ার অপমান তাই ঘুম আমাকে নিয়ে যা স্বপ্নের আবেশে ধুয়ে যা নিঝুম নিঝুম রাতে আয় ঘুম পরীদের সাথে ♪ শুনে যাও, বন্ধু, শুনে যাও, স্বজন এ জীবন কত কি দিলো দিলো হেরে যাওয়া একা একা ভাসানের কান্না দিলো সেই কান্নাটাকে যদি দিই তোমাকে পারবে না চিনতে তাকে তাই ঘুম আমাকে নিয়ে যা স্বপ্নের আবেশে ধুয়ে যা নিঝুম নিঝুম রাতে আয় ঘুম পরীদের সাথে একটু আমাকে ছুঁয়ে যা স্বপ্নের আবেশে ধুয়ে যা