Kishore Kumar Hits

Jayati Chakraborty - Bajilo, Kahar Bina lyrics

Artist: Jayati Chakraborty

album: Premer Gaane Jayati


বাজিল কাহার বীণা মধুর স্বরে?
বাজিল কাহার বীণা?
আমার নিভৃত নব জীবন 'পরে
বাজিল কাহার বীণা মধুর স্বরে?
বাজিল কাহার বীণা?

প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম
প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম
কার দু'টি নিরুপম চরণতরে?
বাজিল কাহার বীণা মধুর স্বরে?
বাজিল কাহার বীণা?

জেগে উঠে সব শোভা, সব মাধুরী
পলকে পলকে হিয়া পুলকে পূরি
জেগে উঠে সব শোভা, সব মাধুরী
পলকে পলকে হিয়া পুলকে পূরি
কোথা হতে সমীরণ আনে নব জাগরণ?
কোথা হতে সমীরণ আনে নব জাগরণ?
পরানের আবরণ মোচন করে
বাজিল কাহার বীণা মধুর স্বরে?
বাজিল কাহার বীণা?

লাগে বুকে সুখে দুখে কত যে ব্যথা
কেমনে বুঝায়ে কব না জানি কথা
আমার বাসনা আজি ত্রিভুবনে উঠে বাজি
আমার বাসনা আজি ত্রিভুবনে উঠে বাজি
কাঁপে নদী বনরাজি বেদনাভরে
বাজিল কাহার বীণা মধুর স্বরে?
বাজিল কাহার বীণা?
আমার নিভৃত নব জীবন 'পরে
বাজিল কাহার বীণা মধুর স্বরে?
বাজিল কাহার বীণা?

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists