Kishore Kumar Hits

Jayati Chakraborty - Tumi Kemon Kore Gaan Koro Hey Guni lyrics

Artist: Jayati Chakraborty

album: Tumi Kemon Kore Gaan Koro Hey Guni


তুমি কেমন করে গান কর হে গুণী
আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি
তুমি কেমন করে গান কর হে গুণী
আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি
তুমি কেমন করে গান কর হে গুণী

সুরের আলো ভুবন ফেলে ছেয়ে
সুরের হাওয়া চলে গগন বেয়ে
সুরের আলো ভুবন ফেলে ছেয়ে
সুরের হাওয়া চলে গগন বেয়ে
পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে
বহিয়া যায় সুরের সুরধুনী
তুমি কেমন করে গান কর হে গুণী

মনে করি অমনি সুরে গাই
কণ্ঠে আমার সুর খুঁজে না পাই
মনে করি অমনি সুরে গাই
কণ্ঠে আমার সুর খুঁজে না পাই
কইতে কী চাই, কইতে কথা বাধে
হার মেনে যে পরান আমার কাঁদে
আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে
চৌদিকে মোর সুরের জাল বুনি
তুমি কেমন করে গান কর হে গুণী
আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি
তুমি কেমন করে গান কর হে গুণী

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists