এই তো সেদিন তুই হাঁটি হাঁটি পা পা এই তো সেদিন তুই হাঁটি হাঁটি পা পা দোলনা দোদুল দোলা হাসি মাখানো কখন যে বড় হলি বুঝিনি আমি কখন যে বড় হলি বুঝিনি আমি বুঝবি না এ আমার কত বড় সুখ কত বড় সুখ এই তো সেদিন তোর কান্না অবুঝ খেলার হাতে ঘোড়া রঙিন সবুজ এই তো সেদিন তোর কান্না অবুঝ খেলার হাতে ঘোড়া রঙিন সবুজ সেসব দিনের সুর ভুলিনি আমি ভোলা তো যায় না, স্মৃতি ভরে আছে বুক ভরে আছে বুক কৈশোর পার হলেই এলো যৌবন তোর চোখে স্বপ্নের কত আয়োজন কত ভাব, কল্পনা, কত সে ছবি ভুলিনি এখনও তো মগ্ন সে মুখ এই তো সেদিন তুই আমার আকাশ আমার বাতাস হয়ে জড়িয়ে ছিলি এই তো সেদিন তুই আমার আকাশ আমার বাতাস হয়ে জড়িয়ে ছিলি আজ তুই আর আমি দু'টি পৃথিবী ছুঁয়ে আছি, ছুঁয়ে থাকি, আমার সে সুখ এই যে বড় সুখ, কত বড় সুখ ভরে আছে বুক, কত বড় সুখ