Kishore Kumar Hits

Jayati Chakraborty - Ke Go Antarotaro Se lyrics

Artist: Jayati Chakraborty

album: Hasir Bane


কে গো অন্তরতর সে
আমার চেতনা আমার বেদনা
তারি সুগভীর পরশে
কে গো অন্তরতর সে

আঁখিতে আমার বুলায় মন্ত্র
বাজায় হৃদয়বীণার তন্ত্র
আঁখিতে আমার বুলায় মন্ত্র
বাজায় হৃদয়বীণার তন্ত্র
কত আনন্দে জাগায় ছন্দ
কত সুখে দুখে হরষে
কে গো অন্তরতর সে

সোনালি রুপালি সবুজে সুনীলে
সে এমন মায়া কেমনে গাঁথিলে
তারি সে আড়ালে চরণ বাড়ালে
ডুবালে সে সুধাসরসে
সোনালি রুপালি সবুজে সুনীলে
সে এমন মায়া কেমনে গাঁথিলে
তারি সে আড়ালে চরণ বাড়ালে
ডুবালে সে সুধাসরসে
কত দিন আসে কত যুগ যায়
গোপনে গোপনে পরান ভুলায়
কত দিন আসে কত যুগ যায়
গোপনে গোপনে পরান ভুলায়
নানা পরিচয়ে নানা নাম লয়ে
নিতি নিতি রস বরষে
কে গো অন্তরতর সে
আমার চেতনা আমার বেদনা
তারি সুগভীর পরশে
কে গো অন্তরতর সে
কে গো অন্তরতর সে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists