Manomay Bhattacharya - Adhek Ghume Noyon Chume lyrics
Artist:
Manomay Bhattacharya
album: 15 Hits Of Rabindrasangeet
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
আধেক ঘুমে
♪
বনের ছায়া মনের সাথি, বাসনা নাহি কিছু
পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু
বনের ছায়া মনের সাথি, বাসনা নাহি কিছু
পথের ধারে আসন পাতি, না চাহি ফিরে পিছু
বেণুর পাতা মিশায় গাথা নীরব ভাবনায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
আধেক ঘুমে
♪
মেঘের খেলা গগনতটে অলস লিপি-লিখা
সুদূর কোন স্মরণপটে জাগিল মরীচিকা
জাগিল মরীচিকা
মেঘের খেলা গগনতটে অলস লিপি-লিখা
সুদূর কোন স্মরণপটে জাগিল মরীচিকা
জাগিল মরীচিকা
চৈত্রদিনে তপ্ত বেলা তৃণ-আঁচল পেতে
শূন্যতলে গন্ধ-ভেলা ভাসায় বাতাসেতে
চৈত্রদিনে তপ্ত বেলা তৃণ-আঁচল পেতে
শূন্যতলে গন্ধ-ভেলা ভাসায় বাতাসেতে
কপোত ডাকে মধুকশাখে বিজন বেদনায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়
শ্রান্ত ভালে যূথীর মালে পরশে মৃদু বায়
আধেক ঘুমে
Поcмотреть все песни артиста
Other albums by the artist