Manomay Bhattacharya - Tolomolo Tolomolo Padabhore lyrics
Artist:
Manomay Bhattacharya
album: Tolomolo Tolomolo Padabhore
টলমল টলমল পদভরে
বীরদল চলে সমরে
টলমল টলমল পদভরে
বীরদল চলে সমরে
খরধার তলোয়ার কটিতে দোলে
খরধার তলোয়ার কটিতে দোলে
রণন ঝনন রণ-ডঙ্কা বোলে
ঘন তূর্য-রোলে শোক-মৃত্যু ভোলে
ঘন তূর্য-রোলে শোক-মৃত্যু ভোলে
দেয় আশিস সূর্য সহস্র করে
টলমল টলমল পদভরে
বীরদল চলে সমরে
♪
চলে শ্রান্ত দূর-পথে মরু দুর্গম পর্বতে
চলে শ্রান্ত দূর-পথে মরু দুর্গম পর্বতে
চলে বন্ধুবিহীন একা
♪
মোছে রক্তে ললাট-কলঙ্ক-লেখা
মোছে রক্তে ললাট-কলঙ্ক-লেখা
মন্দিরে ভৈরবী এ কি বলিদান
মন্দিরে ভৈরবী এ কি বলিদান
জাগো নিঃশঙ্ক শঙ্কর ত্যজিয়া শ্মশান
দোলে ঈশান মেঘে কাল প্রলয় নিশান
দোলে ঈশান মেঘে কাল প্রলয় নিশান
বাজে ডম্বরু, অম্বর কাঁপিছে ডরে
টলমল টলমল পদভরে
বীরদল চলে সমরে
খরধার তলোয়ার কটিতে দোলে
খরধার তলোয়ার কটিতে দোলে
রণন ঝনন রণ-ডঙ্কা বোলে
ঘন তূর্য-রোলে শোক-মৃত্যু ভোলে
ঘন তূর্য-রোলে শোক-মৃত্যু ভোলে
দেয় আশিস সূর্য সহস্র করে
টলমল টলমল পদভরে
বীরদল চলে সমরে
টলমল টলমল পদভরে
বীরদল চলে সমরে
Поcмотреть все песни артиста
Other albums by the artist