Supratik Das - Anandadhara Bohichhe Bhubane lyrics
Artist:
Supratik Das
album: Top 15 Hits Of Supratik Das
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে
দিনরজনী কত অমৃতরস
উথলি যায় অনন্ত গগণে
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে
♪
পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি
পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি
নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে
♪
বসিয়া আছ কেন আপন মনে
স্বার্থনিমগন কী কারণে
বসিয়া আছ কেন আপন মনে
স্বার্থনিমগন কী কারণে
চারিদিকে দেখ চাহি হৃদয় প্রসারি
ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
চারিদিকে দেখ চাহি হৃদয় প্রসারি
ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে
দিনরজনী কত অমৃতরস
উথলি যায় অনন্ত গগণে
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে
Поcмотреть все песни артиста
Other albums by the artist