Supratik Das - Aloy Alokmoy lyrics
Artist:
Supratik Das
album: Top 15 Hits Of Supratik Das
আলোয় আলোকময় করে হে এলে আলোর আলো
আলোয় আলোকময় করে হে এলে আলোর আলো
আমার নয়ন হতে আঁধার মিলালো মিলালো
আলোয় আলোকময় করে হে এলে আলোর আলো
♪
সকল আকাশ সকল ধরা আনন্দে হাসিতে ভরা
সকল আকাশ সকল ধরা আনন্দে হাসিতে ভরা
যে দিক পানে নয়ন মেলি ভালো সবই ভালো
আলোয় আলোকময় করে হে এলে আলোর আলো
♪
তোমার আলো গাছের পাতায় নাচিয়ে তোলে প্রাণ
তোমার আলো পাখির বাসায় জাগিয়ে তোলে গান
তোমার আলো গাছের পাতায় নাচিয়ে তোলে প্রাণ
তোমার আলো পাখির বাসায় জাগিয়ে তোলে গান
তোমার আলো ভালোবেসে পড়েছে মোর গায়ে এসে
তোমার আলো ভালোবেসে পড়েছে মোর গায়ে এসে
হৃদয়ে মোর নির্মল হাত বুলালো বুলালো
আলোয় আলোকময় করে হে এলে আলোর আলো
আমার নয়ন হতে আঁধার মিলালো মিলালো
আলোয় আলোকময় করে হে এলে আলোর আলো
Поcмотреть все песни артиста
Other albums by the artist