Kishore Kumar Hits

Supratik Das - Gogone Gogone Dhay Haki lyrics

Artist: Supratik Das

album: Gogone Gogone Dhay Haki


গগনে গগনে ধায় হাঁকি
বিদ্যুতবাণী বজ্রবাহিনী বৈশাখী
ধায় হাঁকি
গগনে গগনে ধায় হাঁকি
বিদ্যুতবাণী বজ্রবাহিনী বৈশাখী
ধায় হাঁকি
গগনে গগনে ধায় হাঁকি
স্পর্ধাবেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে
ধায় হাঁকি
গগনে গগনে ধায় হাঁকি
বিদ্যুতবাণী বজ্রবাহিনী বৈশাখী
ধায় হাঁকি
গগনে গগনে ধায় হাঁকি

শূন্যমদের নেশায় মাতাল ধায় পাখি
ধায় পাখি
শূন্যমদের নেশায় মাতাল ধায় পাখি
ধায় পাখি
অলখ পথের ছন্দ জাগায় মুক্তবেগের পাখাতে
যায় হাঁকি
গগনে গগনে ধায় হাঁকি
বিদ্যুতবাণী বজ্রবাহিনী বৈশাখী
ধায় হাঁকি
গগনে গগনে ধায় হাঁকি

অন্তরতল মন্থন করে ছন্দে
সাদা কালোর দ্বন্দ্বে
কভু ভালো কভু মন্দে
কভু সোজা কভু বাঁকাতে
অন্তরতল মন্থন করে ছন্দে
সাদা কালোর দ্বন্দ্বে
কভু ভালো কভু মন্দে
কভু সোজা কভু বাঁকাতে

ছন্দ নাচিল হোমবহ্নির তরঙ্গে
ছন্দ নাচিল হোমবহ্নির তরঙ্গে
মুক্তিঋণের যোদধৃবীরের ভ্রুভঙ্গে
ছন্দ ছুটিল
ছন্দ ছুটিল প্রলয়পথের রুদ্ররথের চাকাতে
ধায় হাঁকি
গগনে গগনে ধায় হাঁকি
বিদ্যুতবাণী বজ্রবাহিনী বৈশাখী
ধায় হাঁকি
গগনে গগনে ধায় হাঁকি

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists