Supratik Das - Phuler Jolsay Nirob lyrics
Artist:
Supratik Das
album: Phuler Jolsay Nirob
ফুলের জলসায় নীরব কেন কবি
ফুলের জলসায় নীরব কেন কবি
ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়
ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়
তব ম্লান ছবি
নীরব কেন কবি
ফুলের জলসায় নীরব কেন কবি
♪
যে বীণা তোমার পায়ের কাছে
বুক ভরা সুর লয়ে জাগিয়া আছে
যে বীণা তোমার পায়েরও কাছে
বুক ভরা সুর লয়ে জাগিয়া আছে
তোমার পরশে ছড়াক হরষে
তোমার পরশে ছড়াক হরষে
আকাশে বাতাসে তার সুরের সুরভি
নীরব কেন কবি
ফুলের জলসায় নীরব কেন কবি
♪
তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া অভিমানে রাতে
তোমার যে প্রিয়া গেল বিদায় নিয়া অভিমানে রাতে
গোলাপ হয়ে কাঁদে তাহারই কামনা উদাস প্রাতে
ফিরে যে আসিবে না ভোলো তাহারে
চাহো তাহার পানে দাঁড়ায়ে যে দ্বারে
ফিরে যে আসিবে না ভোলো তাহারে
চাহো তাহার পানে দাঁড়ায়ে যে দ্বারে
অস্ত চাঁদের বাসনা ভোলাতে
অস্ত চাঁদের বাসনা ভোলাতে
অরুণ-অনুরাগে উদিল রবি
নীরব কেন কবি, নীরব কেন কবি
ফুলের জলসায় নীরব কেন কবি
ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়
ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়
তব স্লান ছবি
নীরব কেন কবি
ফুলের জলসায় নীরব কেন কবি
ফুলের জলসায় নীরব কেন কবি
ফুলের জলসায় নীরব কেন কবি
Поcмотреть все песни артиста
Other albums by the artist