Kishore Kumar Hits

Somlata Acharyya Chowdhury - Bhalobaste Cheo Na lyrics

Artist: Somlata Acharyya Chowdhury

album: Bhalobaste Cheo Na


হয়তো ভাবছো আমার কথা
হয়তো কিছুই ভাবছো না
হয়তো চলে যাওয়ার ইচ্ছেটাই
এনে দিচ্ছে সুখ খুঁজে বারবার
আটকে তোমায় রাখছি না, অযথা কথা বলছি না
জানি তোমার নেই কোনো পিছুটান
কিসের আশা তাও তোমার, যাও না যদি হয় যাওয়ার
অনিশ্চিত অনুভূতির অভিমান
ভালোবাসতে চেয়ো না, কাছে আসতে চেয়ো না
এমন বিরহেই থাকি না আজীবন
তবু রাতের আবেশ কাটছে না
কেন আমায় ছেড়ে যাচ্ছো না
নাহয় আমার সাথেই তুমি হারিয়ে যাও
নাহয় আমায় ভালোবেসে নাও

ডাকছে সবাই আমায় বোকা
বলছে সবাই আমি ভুল
ওরাই বলছে তুমি ভন্ড
চিনতে কোথাও করছি ভুল
আটকে তোমায় রাখবো না, অযথা কথা বলবো না
জানি তোমার নেই কোনো পিছুটান
দরজা তো আর বন্ধ নয়, যাও না যদি যেতেই হয়
অনিশ্চিত অনুভূতির অভিমান
ভালোবাসতে দেবো না, কাছে আসতে দেবো না
এমন বিরহেই থেকে যাই আমরণ
তবু রাতের আবেশ কাটছে না
কেন আমায় ছেড়ে যাচ্ছো না
এসো, আমার সাথেই তুমি হারিয়ে যাও
এসো, আমায় ভালোবেসে নাও
এসো, আমায় ভালোবেসে নাও

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists