Kanika Banerjee - Amolo Dhabolo lyrics
Artist:
Kanika Banerjee
album: Sob Shesh Sanchay, Vol. 1
অমল ধবল পালে লেগেছে
মন্দ মধুর হাওয়া
দেখি নাই কভু দেখি নাই
এমন তরণী বাওয়া
অমল ধবল পালে লেগেছে
মন্দ মধুর হাওয়া
দেখি নাই কভু দেখি নাই
এমন তরণী বাওয়া
অমল ধবল পালে লেগেছে
♪
কোন সাগরের পার হতে আনে
কোন সুদূরের ধন
কোন সাগরের পার হতে আনে
কোন সুদূরের ধন
ভেসে যেতে চায় মন
ফেলে যেতে চায় এই কিনারায়
সব চাওয়া সব পাওয়া
দেখি নাই কভু দেখি নাই
এমন তরণী বাওয়া
অমল ধবল পালে লেগেছে
♪
পিছনে ঝরিছে ঝরো ঝরো জল
গুরু গুরু দেয়া ডাকে
মুখে এসে পড়ে অরুণকিরণ
ছিন্ন মেঘের ফাঁকে
পিছনে ঝরিছে ঝরো ঝরো জল
গুরু গুরু দেয়া ডাকে
মুখে এসে পড়ে অরুণকিরণ
ছিন্ন মেঘের ফাঁকে
ওগো কাণ্ডারী, কে গো তুমি?
কার হাসিকান্নার ধন?
ভেবে মরে মোর মন
কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র
কী মন্ত্র হবে গাওয়া
দেখি নাই কভু দেখি নাই
এমন তরণী বাওয়া
অমল ধবল পালে লেগেছে
মন্দ মধুর হাওয়া
দেখি নাই কভু দেখি নাই
এমন তরণী বাওয়া
অমল ধবল পালে লেগেছে
Поcмотреть все песни артиста
Other albums by the artist