Kishore Kumar Hits

Antara Chowdhury - Biswapita Tumi Hey lyrics

Artist: Antara Chowdhury

album: All In The Family - Salil Chowdhury, Antara Chowdhury & Sabita Chowdhury


বিশ্ব পিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
বিশ্ব পিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারি করুণা হতে
বঞ্চিত না হই কভু
বিশ্ব পিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারি করুণা হতে
বঞ্চিত না হই কভু
এ আকাশ বাতাস এ নদ-নদী
এ সাগর পাহাড় এ বনানী
এ আকাশ বাতাস এ নদ-নদী
এ সাগর পাহাড় এ বনানী
ফুলে ফলে রঙে রসে
ভরে ভরে দিয়েছ যে দানে
কুহু কুহু কোকিলার কূজনে
গুনগুন ভ্রমরার গুঞ্জনে
কুহু কুহু কোকিলার কূজনে
গুনগুন ভ্রমরার গুঞ্জনে
প্রভাতে নিশিথে সূর্যের
চাঁদের খেলা এই গগনে
বিশ্ব পিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারি করুণা হতে
বঞ্চিত না হই কভু
বিপদে আপদে সংশয়ে
কখনও যেন না ডরি
বিপদে আপদে সংশয়ে
কখনও যেন না ডরি
শত বাধা বিঘ্নেরও
মুখোমুখি যেন পড়ি
সত্যের দীপ চোখে জ্বালিয়ে
আঁধারের রাত যাব পেরিয়ে
সত্যের দীপ চোখে জ্বালিয়ে
আঁধারের রাত যাব পেরিয়ে
ভরিব ধরণী হাসিতে প্রেমে
আর গান দিয়ে
বিশ্ব পিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারি করুণা হতে
বঞ্চিত না হই কভু
বিশ্ব পিতা তুমি হে প্রভু

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists