পুতুল পুতুল খুকুমণির আজকে হবে বিয়ে
তাই বাজনা বেজেছে
গয়না, বেনারসি পরে কনে সেজেছে
হাত ভাঙা জাপানি পুতুল টোপর মাথায় দিয়ে
বায়না ধরেছে
লাল টুকটুক খুকুমণি মনে ধরেছে
আয় আয় ছুটে আয়, আয় সব জুটে আয়
আয় আয় ছুটে আয়, আয় সব জুটে আয়
বাজা শাঁখ, উলু দে রে, লগ্ন এসেছে
♪
সুরকির পানতুয়া, চুনের হয়েছে সন্দেশ
লাল-নীল সব পুঁথির খাসা হয়েছে দরবেশ
সুরকির পানতুয়া, চুনের হয়েছে সন্দেশ
লাল-নীল সব পুঁথির খাসা হয়েছে দরবেশ
মা দিয়েছে আলুর খোসা, লুচি হয়েছে
খাবে বলে ঘোড়া-ভালুক ব্যস্ত হয়েছে
কতদিকে দেখি বলো
একলা মানুষ সামলানো এক জ্বালা হয়েছে
আয় আয় ছুটে আয়, আয় সব জুটে আয়
আয় আয় ছুটে আয়, আয় সব জুটে আয়
বাজা শাঁখ, উলু দে রে, লগ্ন এসেছে
♪
বরযাত্রী যাবে বলে সবাই ধরেছে
নিগ্রো পুতুল, কালো মেয়ে টুপি পরেছে
বরযাত্রী যাবে বলে সবাই ধরেছে
নিগ্রো পুতুল, কালো মেয়ে টুপি পরেছে
বড়কর্তা পেটমোটা চিনিটা হয়েছে
হাতি-ঘোড়া কোমর বেঁধে তৈরি হয়েছে
অনেক ধরাধরি করে
দাঁড়িওয়ালা রবিঠাকুর পুরুত হয়েছে
আয় আয় ছুটে আয়, আয় সব জুটে আয়
আয় আয় ছুটে আয়, আয় সব জুটে আয়
বাজা শাঁখ, উলু দে রে, লগ্ন এসেছে
পুতুল পুতুল খুকুমণির আজকে হবে বিয়ে
তাই বাজনা বেজেছে
গয়না, বেনারসি পরে কনে সেজেছে
হাত ভাঙা জাপানি পুতুল টোপর মাথায় দিয়ে
বায়না ধরেছে
লাল টুকটুক খুকুমণি মনে ধরেছে
আয় আয় ছুটে আয়, আয় সব জুটে আয়
আয় আয় ছুটে আয়, আয় সব জুটে আয়
আয় আয় ছুটে আয়
Поcмотреть все песни артиста
Other albums by the artist