Kona - Porodeshi Megh lyrics
Artist:
Kona
album: Porodeshi Megh
পরদেশি
পরদেশি মেঘ
পরদেশি
পরদেশি মেঘ
♪
পরদেশি মেঘ, যাও রে ফিরে
বলিয়ো আমার পরদেশিরে
পরদেশি মেঘ, যাও রে ফিরে
বলিয়ো আমার পরদেশিরে
পরদেশি মেঘ, যাও রে ফিরে
♪
পরদেশি
পরদেশি মেঘ
সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে নাকি প্রাণ একেলা ঘরে
সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে নাকি প্রাণ একেলা ঘরে
বিরহ-ব্যথা নাহি কি সেথা
বিরহ-ব্যথা নাহি কি সেথা
বাজে না বাঁশি নদীর তীরে
পরদেশি মেঘ, যাও রে ফিরে
বলিয়ো আমার পরদেশিরে
পরদেশি মেঘ, যাও রে ফিরে
♪
(পরদেশি মেঘ)
(পরদেশি মেঘ)
বাদল রাতে ডাকিলে "পিয়া"
বাদল রাতে ডাকিলে "পিয়া"
ডাকিলে "পিয়া, পিয়া, পাপিয়া"
ডাকিলে "পিয়া, পিয়া, পাপিয়া"
বেদনায় ভরে ওঠে নাকি রে কাহারো হিয়া
ফোটে যবে ফুল, ওঠে যবে চাঁদ
জাগে না সেথা কি প্রাণে কোন সাধ
ফোটে যবে ফুল, ওঠে যবে চাঁদ
জাগে না সেথা কি প্রাণে কোন সাধ
দেয় না কেহ গুরু-গঞ্জনা
দেয় না কেহ গুরু-গঞ্জনা
সে দেশে বুঝি কুলবতী রে
পরদেশি মেঘ, যাও রে ফিরে
বলিয়ো আমার পরদেশিরে
পরদেশি মেঘ, যাও রে ফিরে
বলিয়ো আমার পরদেশিরে
পরদেশি মেঘ, যাও রে ফিরে
Поcмотреть все песни артиста
Other albums by the artist