Kishore Kumar Hits

Kona - Maa er Nei Kono Bikolpo lyrics

Artist: Kona

album: Maa er Nei Kono Bikolpo


যতই বলো বেশি কিংবা অল্প
সারাদিন বললেও শেষ হয় না মায়ের গল্প
যতই বলো বেশি কিংবা অল্প
সারাদিন বললেও শেষ হয় না মায়ের গল্প
ভাবো যতই বাস্তব কিবা কল্প
আহা কী অনন্য শুধু আমার মায়ের গল্প
মায়ের নেই কোনো বিকল্প
মায়ের হয় না রে বিকল্প
মা, ওগো মা, ওগো মা
মা, ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা
মা, ওগো মা, আমার মায়ের হয় না রে বিকল্প

মায়ের বিকল্প শুধুই মা
কখনো যদি হারায় তা
মায়ের বিকল্প শুধুই মা
কখনো যদি হারায় তা
বুঝবে তুমি মা কী রতন অমূল্য
বুঝবে তুমি মা কী রতন অমূল্য
পৃথিবীতে নেই, কিছু নেই
নেই, কিছু নেই আমার মায়ের তুল্য
মা, ওগো মা, ওগো মা
মা, ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা
মা, ওগো মা, আমার মায়ের হয় না রে বিকল্প

যতই বলো বেশি কিংবা অল্প
সারাদিন বললেও শেষ হয় না মায়ের গল্প
ভাবো যতই বাস্তব কিবা কল্প
আহা কী অনন্য শুধু আমার মায়ের গল্প
মায়ের নেই কোনো বিকল্প
মায়ের হয় না রে বিকল্প
মা, ওগো মা, ওগো মা
মা, ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা
মা, ওগো মা, আমার মায়ের হয় না রে বিকল্প

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists