শ্যাম যদি হইতো পোষা পাখি, প্রাণ সখী
শ্যাম যদি হইতো পোষা পাখি
ওরে শ্যাম যদি হইতো পোষা পাখি, প্রাণ সখী
শ্যাম যদি হইতো পোষা পাখি
রাখিয়া হৃদয় পিঞ্জরে, পুষিতাম যত্ন করে
রাখিয়া হৃদয় পিঞ্জরে, পুষিতাম যত্ন করে
এ জনমের মতো হইতাম সুখী, প্রাণ সখী
শ্যাম যদি হইতো পোষা পাখি
ওরে শ্যাম যদি হইতো পোষা পাখি, প্রাণ সখী
শ্যাম যদি হইতো পোষা পাখি
♪
বন্ধু যদি হইতো তরী, আমি হইতাম তার কান্ডারী
জলেতে করিতাম মাখামাখি
বন্ধু যদি হইতো তরী, আমি হইতাম তার কান্ডারী
জলেতে করিতাম মাখামাখি
যদি সে হইতো বসন, অঙ্গেতে করে ধারন
যদি সে হইতো বসন, অঙ্গেতে করে ধারন
পুরা অঙ্গ রাখিতাম ঢাকি, প্রাণ সখী
শ্যাম যদি হইতো পোষা পাখি
ওরে শ্যাম যদি হইতো পোষা পাখি, প্রাণ সখী
শ্যাম যদি হইতো পোষা পাখি
♪
বন্ধুয়া সিন্দুর হইলে, লাগাইয়া পোড়া কপালে
হাতে আয়না নিয়া তারে দেখি
বন্ধুয়া সিন্দুর হইলে, লাগাইয়া পোড়া কপালে
হাতে আয়না নিয়া তারে দেখি
যদি সে হইতো কালি, কলমে লইতাম তুলি
যদি সে হইতো কালি, কলমে লইতাম তুলি
কলিজা চিঁড়িয়া নামটি লিখি, প্রাণ সখী
শ্যাম যদি হইতো পোষা পাখি
ওরে শ্যাম যদি হইতো পোষা পাখি, প্রাণ সখী
শ্যাম যদি হইতো পোষা পাখি
♪
হইতো যদি সোনা-রুপা, বানাইয়া কর্ণ চাপা
দুই কর্ণেতে আদর করে রাখি
হইতো যদি সোনা-রুপা, বানাইয়া কর্ণ চাপা
দুই কর্ণেতে আদর করে রাখি
দূরবীন শাহ বলে তাদেরে, জিজ্ঞাসিও পাইলে তারে
দূরবীন শাহ বলে তাদেরে, জিজ্ঞাসিও পাইলে তারে
আমায় দেখলে কেন যায় সে লুকি, প্রাণ সখী
শ্যাম যদি হইতো পোষা পাখি
ওরে শ্যাম যদি হইতো পোষা পাখি, প্রাণ সখী
শ্যাম যদি হইতো পোষা পাখি
রাখিয়া হৃদয় পিঞ্জরে, পুষিতাম যত্ন করে
রাখিয়া হৃদয় পিঞ্জরে, পুষিতাম যত্ন করে
এ জনমের মতো হইতাম সুখী, প্রাণ সখী
শ্যাম যদি হইতো পোষা পাখি
ওরে শ্যাম যদি হইতো পোষা পাখি, প্রাণ সখী
শ্যাম যদি হইতো পোষা পাখি
ওরে শ্যাম যদি হইতো পোষা পাখি, প্রাণ সখী
শ্যাম যদি হইতো পোষা পাখি
ওরে শ্যাম যদি হইতো পোষা পাখি, প্রাণ সখী
শ্যাম যদি হইতো পোষা পাখি
Поcмотреть все песни артиста
Other albums by the artist