Usri Banerjee - Aaji Borsha Raatero Sheshe lyrics
Artist:
Usri Banerjee
album: Tagore Unbound
আজি বর্ষা রাতের শেষে
আজি বর্ষা রাতের শেষে
সজল মেঘের কোমল কালোয়
অরুণ আলো মেশে
আজি বর্ষা রাতের শেষে
আজি বর্ষারাতের শেষে
বেণুবনের মাথায় মাথায়
রঙ লেগেছে পাতায় পাতায়
বেণুবনের মাথায় মাথায়
রঙ লেগেছে পাতায় পাতায়
রঙের ধারায় হৃদয় হারায়
কোথা যে যায় ভেসে
আজি বর্ষারাতের শেষে
আজি বর্ষারাতের শেষে
এই ঘাসের ঝিলিমিলি
এই ঘাসের ঝিলিমিলি
তার সাথে মোর প্রাণের কাঁপন
এক তালে যায় মিলি
এই ঘাসের ঝিলিমিলি
মাটির প্রেমে আলোর রাগে
রক্তে আমার পুলক লাগে
মাটির প্রেমে আলোর রাগে
রক্তে আমার পুলক লাগে
বনের সাথে মন যে মাতে
ওঠে আকুল হেসে
আজি বর্ষা রাতের শেষে
আজি বর্ষা রাতের শেষে
Поcмотреть все песни артиста
Other albums by the artist