Kishore Kumar Hits

Dwijen Mukherjee - Amar Abhimaner lyrics

Artist: Dwijen Mukherjee

album: Sandhar Meghmala


আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা
আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা
আজ নিশিশেষে শেষ করে দিই চোখের জলের পালা
আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা

আমার কঠিন হৃদয়টারে ফেলে দিলেম পথের ধারে
আমার কঠিন হৃদয়টারে ফেলে দিলেম পথের ধারে
তোমার চরণ দেবে তারে মধুর পরশ পাষাণ-গালা
আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা

ছিল আমার আঁধারখানি, তারে তুমিই নিলে টানি
ছিল আমার আঁধারখানি, তারে তুমিই নিলে টানি
তোমার প্রেম এল যে...
তোমার প্রেম এল যে আগুন হয়ে করল তারে আলা
সেই যে আমার কাছে আমি ছিল সবার চেয়ে দামি
তারে উজাড় করে সাজিয়ে দিলেম তোমার বরণডালা
আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা
আজ নিশিশেষে শেষ করে দিই চোখের জলের পালা
আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists