Dwijen Mukherjee - Amar Matha Nato Kore lyrics
Artist:
Dwijen Mukherjee
album: Madhur Alas Madhur Abesh
আমার মাথা নত করে দাও হে
তোমার চরণধুলার তলে
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে
আমার মাথা নত করে দাও হে
তোমার চরণধুলার তলে
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে
আমার মাথা নত করে দাও হে
তোমার চরণধুলার তলে
♪
নিজেরে করিতে গৌরব দান
নিজেরে কেবলি করি অপমান
নিজেরে করিতে গৌরব দান
নিজেরে কেবলি করি অপমান
আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া
ঘুরে মরি পলে পলে
আমার মাথা নত করে দাও হে
তোমার চরণধুলার তলে
♪
আমারে না যেন করি প্রচার
আমার আপন কাজে
তোমারি ইচ্ছা করো হে পূর্ণ
আমার জীবনমাঝে
আমারে না যেন করি প্রচার
আমার আপন কাজে
তোমারি ইচ্ছা করো হে পূর্ণ
আমার জীবনমাঝে
যাচি হে তোমার চরম শান্তি
পরানে তোমার পরম কান্তি
যাচি হে তোমার চরম শান্তি
পরানে তোমার পরম কান্তি
আমারে আড়াল করিয়া দাঁড়াও
হৃদয়পদ্মদলে
আমার মাথা নত করে দাও হে
তোমার চরণধুলার তলে
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে
আমার মাথা নত করে দাও হে
তোমার চরণধুলার তলে
Поcмотреть все песни артиста
Other albums by the artist