Dwijen Mukherjee - Rong Lagale Bone Bone lyrics
Artist:
Dwijen Mukherjee
album: Eso Ritu Sangete Dhara Dao
রঙ লাগালে বনে বনে
কে রঙ লাগালে বনে বনে
ঢেউ জাগালে সমীরণে
কে রঙ লাগালে বনে বনে
♪
আজ ভুবনের দুয়ার খোলা
দোল দিয়েছে বনের দোলা
দে দোল, দে দোল, দে দোল
আজ ভুবনের দুয়ার খোলা
দোল দিয়েছে বনের দোলা
দে দোল, দে দোল, দে দোল
কোন ভোলা সে ভাবে ভোলা খেলায়
প্রাঙ্গণে, প্রাঙ্গণে, প্রাঙ্গণে
কে রঙ লাগালে বনে বনে
♪
আন বাঁশি, আন রে, তোর আন রে বাঁশি
উঠল সুর উচ্ছ্বাসি ফাগুন বাতাসে
আজ দে ছড়িয়ে
ছড়িয়ে শেষ বেলাকার কান্না-হাসি
আন বাঁশি
আন বাঁশি, আন রে, তোর আন রে বাঁশি
উঠল সুর উচ্ছ্বাসি ফাগুন বাতাসে
আজ দে ছড়িয়ে
ছড়িয়ে শেষ বেলাকার কান্না-হাসি
আন বাঁশি
সন্ধ্যাকাশের বুক-ফাটা সুর
বিদায়-রাতি করবে মধুর
সন্ধ্যাকাশের বুক-ফাটা সুর
বিদায়-রাতি করবে মধুর
মাতল আজি অস্তসাগর
সুরের প্লাবনে, প্লাবনে
কে রঙ লাগালে বনে বনে
কে রঙ লাগালে বনে বনে
ঢেউ জাগালে সমীরণে
কে রঙ লাগালে বনে বনে
Поcмотреть все песни артиста
Other albums by the artist