Dwijen Mukherjee - Mon Mor Megher Songi lyrics
Artist:
Dwijen Mukherjee
album: Mon Mor Megher Songi
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগদিগন্তের পানে
নিঃসীম শূন্যে
শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
মন মোর মেঘের সঙ্গী
♪
মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে
মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে
ঝঞ্জনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে
কলো-কলো কলমন্দ্রে নির্ঝরিণী
ডাক দেয় প্রলয়-আহ্বানে
মন মোর মেঘের সঙ্গী
♪
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে
বায়ু বহে পূর্বসমুদ্র হতে
উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে
মন মোর ধায় তারি মত্ত প্রবাহে
তাল-তমাল অরণ্যে
মন মোর ধায় তারি মত্ত প্রবাহে
তাল-তমাল অরণ্যে
ক্ষুব্ধ শাখার আন্দোলনে
মন মোর মেঘের সঙ্গী
উড়ে চলে দিগদিগন্তের পানে
নিঃসীম শূন্যে
শ্রাবণবর্ষণসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
মন মোর মেঘের সঙ্গী
Поcмотреть все песни артиста
Other albums by the artist