Dwijen Mukherjee - Eso Shyamal Sundar lyrics
Artist:
Dwijen Mukherjee
album: Mon Mor Megher Songi
এসো শ্যামল সুন্দর
আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা
বিরহিণী চাহিয়া আছে আকাশে
শ্যামল সুন্দর
♪
সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে
তমালকুঞ্জপথে সজল ছায়াতে
নয়নে জাগিছে করুণ রাগিণী
শ্যামল সুন্দর
♪
বকুলমুকুল রেখেছে গাঁথিয়া
বাজিছে অঙ্গনে মিলনবাঁশরি
বকুলমুকুল রেখেছে গাঁথিয়া
বাজিছে অঙ্গনে মিলনবাঁশরি
আনো সাথে তোমার মন্দিরা
চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে
বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী
ঝঙ্কারিবে মঞ্জীর রুণু রুণু
শ্যামল সুন্দর
♪
বকুলমুকুল রেখেছে গাঁথিয়া
বাজিছে অঙ্গনে মিলনবাঁশরি
বকুলমুকুল রেখেছে গাঁথিয়া
বাজিছে অঙ্গনে মিলনবাঁশরি
আনো সাথে তোমার মন্দিরা
চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে
বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী
ঝঙ্কারিবে মঞ্জীর রুণু রুণু
শ্যামল সুন্দর
আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা
বিরহিণী চাহিয়া আছে আকাশে
শ্যামল সুন্দর
Поcмотреть все песни артиста
Other albums by the artist