Kishore Kumar Hits

Dwijen Mukherjee - Premero Joare Bhasabe lyrics

Artist: Dwijen Mukherjee

album: Aamaro Parano Jaha Chai (Rabindra Sangeet)


প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে
বাঁধন খুলে দাও, দাও, দাও, দাও
ভুলিব ভাবনা, পিছনে চাব না
পাল তুলে দাও, দাও, দাও, দাও
প্রবল পবনে তরঙ্গ তুলিল
হৃদয় দুলিল, দুলিল, দুলিল
পাগল, হে নাবিক, ভুলাও দিগবিদিক
পাল তুলে দাও, দাও, দাও, দাও
প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে
বাঁধন খুলে দাও, দাও দাও, দাও
ভুলিব ভাবনা, পিছনে চাব না
পাল তুলে দাও, দাও, দাও, দাও
প্রবল পবনে তরঙ্গ তুলিল
হৃদয় দুলিল, দুলিল, দুলিল
পাগল, হে নাবিক, ভুলাও দিগবিদিক
পাল তুলে দাও, দাও, দাও, দাও

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists