Kishore Kumar Hits

Nachiketa Chakraborty - Happy Divorce lyrics

Artist: Nachiketa Chakraborty

album: Happy Divorce


মানুষটা আজকে বেশ খুশি
মানুষটা একটু intoxicated
বহুদিনের পরিশ্রম এবং বহুদিনের প্রতীক্ষার পরে
অবশেষে কাগজটা তার হাতে এসেই গেছে
হ্যাঁ, কাগজটা হলো তার divorce paper
আজ থেকে লম্বা একটা ছুটি লুটোপুটি
এবার এই পাওয়া মুক্তির সাথে
আজ থেকে নেই কোনো দায়ভার
ভালো থাকার ভার এবার নিজের হাতে
এবার ইচ্ছেমতন থাকা যখন তখন
কাটবে না সময়গুলো সংঘাতে
আজ থেকে লম্বা একটা ছুটি লুটোপুটি
এবার এই পাওয়া মুক্তির সাথে

আজ থেকে জীবনে কী কী থাকবে না
থাকবে না কারো ভ্রুকুঞ্চনার গঞ্জনা
কিছুই পারি না বলে শুধু লাঞ্ছনা
আধপোড়া খাবার খেয়ে বলতে তা মানা
থাকবে না জীবন জুড়ে লম্বা যন্ত্রণা
আজ থেকে ইচ্ছেমতো টেলিভিশন দেখা
একা একা মাঝরাতে
এবার ইচ্ছেমতন থাকা যখন তখন
কাটবে না সময়গুলো সংঘাতে
আজ থেকে লম্বা একটা ছুটি লুটোপুটি
এবার এই পাওয়া মুক্তির সাথে
আজ থেকে জীবনে আর কী কী থাকবে না
তার একটা list
থাকবে না আর টেলিফোনে বকবকানি
ঠিকে ঝি আসেনি বলে ন্যাকা কাঁদুনি
থাকবে না মাসের প্রথমে মাইনের দখল
শাড়ি দেখে দোকানের ঠান্ডা হাতছানি
আজ থেকে ইচ্ছেমতো খাওয়া, শোয়া, আর ঘুম
AC রুম, জাগা সুপ্রভাতে
এবার ইচ্ছেমতন থাকা যখন তখন
কাটবে না সময়গুলো সংঘাতে
আজ থেকে লম্বা একটা ছুটি লুটোপুটি
এবার এই পাওয়া মুক্তির সাথে
কী কী থাকবে না তার list তো বলাই হয়েছে
এবার কী কী থাকবে এবং থেকেই যাবে
থাকবে দেয়াল থেকে খুলে রাখা কারো ছবি
ধুলোমাখা খাটের নিচে
থাকবে ঠান্ডা ছোঁয়া গরম কপালটাতে
খুব জ্বরে বৃষ্টি ভিজে
থাকবে যত্নে রাখা কারো পুরোনো চিঠি
না নিয়ে যাওয়া suitcase
থাকবে হাজার কথার ভিড়ে মোবাইল ফোনে
রেখে দেয়া কারো SMS
আজ থেকে এই ফ্ল্যাটে থাকবো আমি
এবং কারো রংচটা স্মৃতি, একসাথে
আমার ঘরকন্যে, উধাও রাজকন্যে
আমার ঘরকন্যে, উধাও রাজকন্যে
তার না দেখা ছোঁয়া সবটাতে
আজ থেকে এই ফ্ল্যাটে থাকবো আমি
এবং কারো রংচটা স্মৃতি, একসাথে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists