Mita Chatterjee - Muchki Hanshi lyrics
Artist:
Mita Chatterjee
album: Paalkite Bou Chole Jaay
মুচকি হাসি রুপালি চাঁদ
এলো খুশি রূপসী রাত
মুচকি হাসি রুপালি চাঁদ
এলো খুশি রূপসী রাত
এমধু রাত মায়াবী
এ ঠোঁটে রং গোলাবি
এমধু রাত মায়াবী
এ ঠোঁটে রং গোলাবি
দু চোখ প্রেম ইশারা
আজকে রাতে তুমি
দাও না সাড়া
মুচকি হাসি রুপালি চাঁদ
এলো খুশি রূপসী রাত
তারা পা পা
তারা পা পা
দিলরুবা তে বাজে
মাহফিলে ধুন
সে শুরে এই বুকে
জ্বলে আগুন
দিলরুবা তে বাজে
মাহফিলে ধুন
সে শুরে এই বুকে
জ্বলে আগুন
নেভালে কি নেভে
এই আগুন বুকে
হায়রে সাথী ছাড়া
কি এই জীবন সুখের
ভালো বাসা তবে কি অপরাধ
মুচকি হাসি রুপালি চাঁদ
এলো খুশি রূপসী রাত
সুরের মায়া জাল
বোনেরাবাব
আমার মনে শুধু
তোমার অভাব
সুরের মায়া জাল
বোনেরাবাব
আমার মনে শুধু
তোমার অভাব
জানি না কেন
যে আছো দূরে সরে
আজ মনের আগুন
নেভাব কি করে
দিক না লোকে যদি দেয় অপবাদ
মুচকি হাসি রুপালি চাঁদ
এলো খুশি রূপসী রাত
এমধু রাত মায়াবী
এ ঠোঁটে রং গোলাবি
এমধু রাত মায়াবী
এ ঠোঁটে রং গোলাবি
দু চোখ প্রেম ইশারা
আজকে রাতে তুমি
দাও না সাড়া
মুচকি হাসি রুপালি চাঁদ
এলো খুশি রূপসী রাত
Поcмотреть все песни артиста
Other albums by the artist