Mita Chatterjee - Tumi Asbe Bole lyrics
Artist:
Mita Chatterjee
album: Didi Tomake Chai
তুমি আসবে বলে
চৈত্র গেছে চলে
তুমি আসবে বলে
চৈত্র গেছে চলে
ফাগুন রঙে ভেসে যাওয়া
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
♪
তুমি আসবে বলে
এ পথ তোমাতেই মেশে
তুমি আসবে বলে
রাতে আজও চাঁদ হাসে
তুমি আসবে বলে
এ পথ তোমাতেই মেশে
তুমি আসবে বলে
রাতে আজও চাঁদ হাসে
অবুঝ মনে তোমায় চাওয়া
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
♪
তুমি আসবে বলে
এ দিন তোমাকেই খোঁজে
তুমি আসবে বলে
আকাশ রঙে আজ সাজে
তুমি আসবে বলে
এ দিন তোমাকেই খোঁজে
তুমি আসবে বলে
আকাশ রঙে আজ সাজে
চেনা সুরে তোমায় পাওয়া
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
তুমি আসবে বলে
চৈত্র গেছে চলে
তুমি আসবে বলে
চৈত্র গেছে চলে
ফাগুন রঙে ভেসে যাওয়া
তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
Поcмотреть все песни артиста
Other albums by the artist