Mita Chatterjee - Eso Shyamolo Sundaro lyrics
Artist:
Mita Chatterjee
album: Tomari Jarnatolai
এসো শ্যামল সুন্দর
এসো শ্যামল সুন্দর
আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা
বিরহিণী চাহিয়া আছে আকাশে
শ্যামল সুন্দর
এসো শ্যামল সুন্দর
♪
সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে
তমালকুঞ্জ-পথে সজল ছায়াতে
ব্যথিত হৃদয় আছে বিছায়ে
তমালকুঞ্জ-পথে সজল ছায়াতে
নয়নে জাগিছে করুণ রাগিণী
শ্যামল সুন্দর
এসো শ্যামল সুন্দর
আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা
বিরহিণী চাহিয়া আছে আকাশে
শ্যামল সুন্দর
এসো শ্যামল সুন্দর
♪
বকুল মুকুল রেখেছে গাঁথিয়া
বাজিছে অঙ্গনে মিলনবাঁশরি
বকুল মুকুল রেখেছে গাঁথিয়া
বাজিছে অঙ্গনে মিলনবাঁশরি
আনো সাথে তোমার মন্দিরা
চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে
আনো সাথে তোমার মন্দিরা
চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে
বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী
বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী
ঝঙ্কারিবে মঞ্জীর রুণু রুণু
শ্যামল সুন্দর
এসো শ্যামল সুন্দর
আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা
বিরহিণী চাহিয়া আছে আকাশে
শ্যামল সুন্দর
এসো শ্যামল সুন্দর
Поcмотреть все песни артиста
Other albums by the artist