কত প্রশ্নের উত্তর মেলে না কিছু পথ হাঁটা শেষ হয় না চোখে চোখ ওপর দেখার সব সত্যি হয় না না বলা চুপ কথা সব বলা যায় না নাটকের হাসিতে কত যন্ত্রণা চাপা পড়ে যায় সমাজের জানার নেই সময় ছুঁড়ে ফেলে দেওয়া সহজ বোধহয় সবার ভিড়ে ধীরে ধীরে একলা হচ্ছে এ মন নেই মাপার যন্ত্রণার যন্ত্রটারই প্রয়োজন সবার ভিড়ে ধীরে ধীরে একলা হচ্ছে এ মন নেই মাপার যন্ত্রণার যন্ত্রটারই প্রয়োজন ♪ আত্মহত্যা বলছে সমাজ, নকল কান্না-রোল FB post ছাপিয়ে যাচ্ছে, Twitter সরগম সবাই দুষছে মৃত্যুটাকে, বলছে অপরাধ সবাই ছুটছে জেতার পেছনে, হারলে ভুল সব তোমার আমি বলছি ওরাই সমাজ, ওরাই দায়ী, আসল খুনী আসল দড়ি গলায় আমার পরিয়েছে ওই সমাজ খুনী কত প্রশ্নের উত্তর মেলে না কিছু পথ হাঁটা শেষ হয় না চোখে চোখ ওপর দেখার সব সত্যি হয় না না বলা চুপ কথা সব বলা যায় না নাটকের হাসিতে কত যন্ত্রণা চাপা পড়ে যায় সমাজের জানার নেই সময় ছুঁড়ে ফেলে দেওয়া সহজ বোধহয় সবার ভিড়ে ধীরে ধীরে একলা হচ্ছে এ মন নেই মাপার যন্ত্রণার যন্ত্রটারই প্রয়োজন সবার ভিড়ে ধীরে ধীরে একলা হচ্ছে এ মন নেই মাপার যন্ত্রণার যন্ত্রটারই প্রয়োজন