Kishore Kumar Hits

Cizzy - Beat Dhongsho lyrics

Artist: Cizzy

album: Beat Dhongsho


Say, say (ayy)
I got (I got wings)
জানি না আর কতদিন থাকবো যে শান্ত রে
চেঁচামেচি অনেক হলো, থাম তো রে
গান ধরে তার সুরে চিৎকার
প্রাণপনে কাকের বাচ্চার মতো
সরক্ষন হা করে রাজনীতি করিস
তোরা smartphone এর মাদ্ধমে
Rap নিয়ে ছেলেখেলা করছিস অনেক
এবার তোরা ক্ষান্ত দে, চুপ!
আজ মাথা নিচু করে উঠবোস কর কান ধরে
দাম কমে গোটা scene টার
খুব চিন্তার মিথ্যার
কারসাজি শেষ হলো দিন টার
জেনে রাখ দিন কার শুরু হবে
সূর্য টা বড় লাল মুখের ভাত কেড়ে নিলে
কত ধানে কত চাল বুঝে যাবি ঠিক ভাই
Scene পুরো Lit ভাই জঞ্জাল পুরো সাফ
পোকামাকড় Vanish বল আর কত Hit চাই?
কলকাতা Youtube এ ও online
DJ বাপন থেকে Bong Guy
আবার Dissing Dissing একটা new Game
But I don't fuck with you, eh
পুরোনো কলিকাতার অলিগলি
মাথার শনি-রবি জোড়া পাঠা বলি
রক্তের হোলি একভাবে বিয়ল্লিশে
কাটে গলার নলি ছদ্দবেশী বড্ড বেশী
কোন পথে যে চলি
ঘুষের টাকায় কারবার চলে
আজও কাজের বেলায় ফাঁকি
আর ট্রাক থামিয়ে কালো হাতের উর্দির রং টা খাকী
আর tax বাঁচিয়ে race এর মাথায পয়সা টা খুব lucky
ভেঙে পড়ছিস কেনো ভাই
একি Flyover নাকি?
ভোটাভুটি দলাদলি, বিজয়াতে কোলাকুলি
খিদিরপুর তো তপস্যা রোজ চলে গোলাগুলি
খোলাখুলি যদি বলি এটা কলকাতার রাস্তা
এখানে পাবি যা চাস তা
দাঁড়া, দাঁড়া শোন কথা টা শোন
এখনও তো আছে বাকি
আট বছর ধরে আটা পিষে চাকি
Still dont Give a fuck-ই (ফাঁকি)
Man i still dont give a fuck
I started from the bottom
Now I'm reaching for the top
I got wings
Gotta do so many things (Eh)
Fuck all that bling
Cause i got so many wings (so many wings)
Map খুলে দেখ fake Rap scene এ
Rank এক Gas খেলে Gas বাড়ে
Cazz মারো rantac
ছেলে পুরো ল্যাদব্যাক সব Hashtag
কলিকাতার অলিগলি চেয়ে থাকে ড্যাব ড্যাব
জ্ঞান ভর্তি এই backpack
আর জল বাতসা মুড়ির মত ঠান্ডা এই flow
পৈতে টা হাতে চেপে অভিশাপ আওড়ালে
কানের গোড়ায় বাজে যেনো Taekwondo
আমি হলাম কলিযুগের কংশ
তাদের জন্মর আগেই করি নির্বংশ
দিনে রাতে নিশির ডাকে
Scene এ খালি ঝিঁঝিঁ ডাকে
Free তে আমি করে চলি Beat ধ্বংস
ছানা বড়া চোখ করে হামবড়া হাবভাবে
গাদাগাদা শ্লোক বলে
আনকোরা গান টা তে নেই কোনো অর্থ
তাই ক্যাঁত দিয়ে মেরে দিলো
Real কিছু নেই তাই Fake দিয়ে ছেড়ে দিলো
এই, রাখ তোর জ্ঞানের বাণী
ভারে মা ভবানী ফুটো কলসির আওয়াজ
আজ ও তো কমেনি, কলসি আজও তো ভরেনি
স্বপ্ন দেখেছি তাই হারতে শিখিনি আট বছর ধরে
হাল টেনে ছাড়তে শিখি নি
আজ নিজের হাতেগড়েছি
এই কলকাতার Rap scene
ভেবেছিলাম আমরা সবাই এক Team
কিন্তু না খালি চাই নাম আর টাকা
লেখা ছেড়ে view গনে খাতা আজ ফাঁকা
Cypher এ আসা খালি বেকার হয়রানি
ফোকোটে নাম পেলে এরম ই হয় জানি
তাও ভাই সব ঠিক ছিলো
হুট করে ই কি trip দিলো
কলকাতার Rap scene এর
মুখ নাকিখান এরা ये मेरा area
বাড়িতে জানে না fuck do you mean?
You're doing it for the scene view
View বাড়ে খিল্লি হয়ে বানানো হয় meme
খুব sad তোর ওই Facebook এর post গুলো
এইদিকে তেল মেরে আরেকদিকে গুজোস তুলো
ভাই please এক বাটি দিস তোর ঐ পায়ের ধুলো
ভাই please এক বাটি দিস তোর ঐ পায়ের ধুলো
Man, I still don't give a fuck
I started from the bottom
Now I'm reaching for the top
I got wings
Gotta do so many things(eh)
Fuck all that bling
Cause I got so many wings

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists