Kishore Kumar Hits

Parvez Sazzad - Ural Ponkhi Mon lyrics

Artist: Parvez Sazzad

album: Ural Ponkhi Mon


নাই সীমানা, নাই ঠিকানা
নাই রে তোমার বাড়ি
হাওয়ার ওপর কইরাছো ঘর
কেমনে দিবো পাড়ি?
ও, নাই সীমানা, নাই ঠিকানা
নাই রে তোমার বাড়ি
হাওয়ার ওপর কইরাছো ঘর
কেমনে দিবো পাড়ি?
আমার উড়ালপঙ্খি মন
তোমার চাইছে দর্শন (দর্শন)
আমার উড়ালপঙ্খি মন
তোমার চাইছে দর্শন

পাগল হইয়া মাতি আমি
ছিন্ন বেশে ঘুরি
ও, রূপ দেখিয়া হইসি মাতাল
সেই নেশাতেই মরি
আমার উড়ালপঙ্খি মন
তোমার চাইছে দর্শন (দর্শন)
ও, আমার উড়ালপঙ্খি মন
তোমার চাইছে দর্শন

সকাল-সন্ধ্যা অষ্টপ্রহর
কাটে না তার ঘোর
আপন কইরা বাইন্ধা রাখি
হয় না যেন পর
ও, আমার উড়ালপঙ্খি মন
তোমার চাইছে দর্শন (দর্শন)
ও, আমার উড়ালপঙ্খি মন
তোমার চাইছে দর্শন

আমার ভিতর আর কিছু নাই
তোমার মন্ত্র বাজে
ও, বিকল প্রাণের মানুষ আমি
পরান তোমার মাঝে
ও, আমার উড়ালপঙ্খি মন
তোমার চাইছে দর্শন
ও, আমার উড়ালপঙ্খি মন
তোমার চাইছে দর্শন

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists