Monosoroni - Tomake Chhara lyrics
Artist:
Monosoroni
album: Monosoroni
রাত্রি গভীর পালাতে হবে
পেছনে খুনিরা সামনে যাবো
তবু পিছু হটে যাই
তোমাকে জাগাই
তবু পিছু হটে যাই
তোমাকে জাগাই
তোমাকে ছাড়া কি একা বাঁচা যায়
বলো একা বাঁচা যায়
চুপচাপ হাঁটো
শব্দ কোরো না
কথা বললে আজ ফুল ফুঁটবে না
একটু জোরে হাঁটো না
শব্দ কোরো না
একটু জোরে হাঁটো না
শব্দ কোরো না
কথা বললেই আজ ফুল ফুঁটবে না
একটু জোরে হাঁটো না
♪
কুয়াশা ভেজা সেই সন্ধ্যারাতে
যেটুকু জ্ঞান ছিলো তা ও হারালাম
চোখের উপর রৌদ্র ঝরে
ঘুম ভেঙে চেয়ে দেখি ঘুমিয়ে আছ
তুমি ঘুমিয়ে থাকো পৃথিবী ভেঙে যাক
তুমি জেগে ওঠো, পৃথিবী গড়ে যাক
তোমাকে ছাড়া কি একা বাঁচা যায়
বলো একা বাঁচা যায়
♪
পৃথিবীর শ্রমে ভেজা এই যে শিশির
মানুষ কি দিয়েছিল তার কোনো দাম
চোখের উপর রৌদ্র ঝরে
ঘুম ভেঙে চেয়ে দেখি ঘুমিয়ে আছ
তুমি ঘুমিয়ে থাকো পৃথিবী ভেঙে যাক
তুমি জেগে ওঠো, পৃথিবী গড়ে যাক
তোমাকে ছাড়া কি একা বাঁচা যায়
বলো একা বাঁচা যায়
তোমাকে ছাড়া কি বিপ্লব হয়
বলো বিপ্লব হয়
♪
রাত্রি গভীর পালাতে হবে
পেছনে খুনিরা সামনে যাব
তবু পিছু হটে যাই
তোমাকে জাগাই
তবু পিছু হটে যাই
তোমাকে জাগাই
তোমাকে ছাড়া কি একা বাঁচা যায়
বলো একা বাঁচা যায়
তোমাকে ছাড়া কি বিপ্লব হয়
বলো বিপ্লব হয়
Поcмотреть все песни артиста
Other albums by the artist