আকাশে নেই চাঁদ ঘরের দেয়াল দেখে কাটাই রাত আর ঘুম আসে না নিষ্ঠুর পৃথিবীতে কেউ থাকে না পাশে আমার আনমনে অগোচরে অবুঝ খেয়াল বারে বারে আমায় শুধু প্রশ্ন করে রাত শেষে আর কখনো কি ভোর হবে না? আঁধার কালো রাত্রির শেষে ভোর হলেই আমি স্বপ্ন দেখি যে অর্ধেক আকাশ পৃথিবীর আর অর্ধেক তোমার আমার সাদাকালো স্বপ্নের মাঝে আমি খুঁজে যাই তোমার আমার নতুন ঠিকানায় বারে বারে ডাকছে আমায় আমি কোথায় যে হারিয়ে যাই শত ভিড়ের মাঝেও আমি শুনতে পাই তোমার কোমল কন্ঠস্বর একবার চেয়ে দেখো আমি আনমনে খুঁজছি তোমায় শুকনো ফুলটা আজ বইয়ের পাতায় মাঝেমাঝে আমার চোখে অশ্রু ঝরায় অলস প্রহর যেন থমকে থাকে ঘড়ির কাঁটায় হঠাৎ ব্যস্ত হয় পুরোনো ছবির দল ঘুমানো স্বপ্নগুলো বলছে, "যাবি, চল" অসহায় আমি চেয়ে থাকি নীরবতায় সাদাকালো স্বপ্নের মাঝে আমি খুঁজে যাই তোমার আমার নতুন ঠিকানায় বারে বারে ডাকছে আমায় আমি কোথায় যে হারিয়ে যাই শত ভিড়ের মাঝেও আমি শুনতে পাই তোমার কোমল কন্ঠস্বর একবার চেয়ে দেখো আমি আনমনে খুঁজছি তোমায় হঠাৎ ব্যস্ত হয় পুরোনো ছবির দল ঘুমানো স্বপ্নগুলো বলছে, "যাবি, চল" অসহায় আমি চেয়ে থাকি নীরবতায় শত ভিড়ের মাঝেও আমি শুনতে পাই তোমার কোমল কন্ঠস্বর একবার চেয়ে দেখো আমি আনমনে খুঁজছি তোমায়