Kishore Kumar Hits

Aseer Arman - Ekhon Emoni Hobar Kotha Chilo (Live) lyrics

Artist: Aseer Arman

album: Kherokhata


এখন এমনই হবার কথাই ছিলো, জানো?
ঘোরতর ব্যপ্তিকাল বেড়েই যাবে
প্লাবনের মত
কত কত ক্ষতদাগ শোনাবে প্রেরণাস্তুতির মত
শত স্তম্ভের
শত স্তম্ভের বালিডুবি হবে
দম্ভের মরুঝড়ে
ঝিকিমিকি
ঝিকিমিকি জোনাক বিঁধবে চোখে
ঝিকিঝিকি ঝিঁঝিঁর মত
তুমি চোখের সামনে আঁধার মেলে ধরো
তুমি আমার পিয়াল বনে
অমন করে যাচ্ছো বয়ে
তাই তুফান এই মনে
কতো কত্তোবারই নিজেকে বোঝাবে
চুলার আঁচটা ভুলে গিয়ে
আধখাওয়া ফল তেমন পরে রবে
যেমন আমিও
তোমার ফুল ফুটিবে সন্ধ্যারাত
মনের বাসায় ফুলটা যাক
একটা কথা দাওনা; সুরে বাঁধি
তাই গহীন জলে নৌকা যাক
ফুল পাখি আর সুরটা থাক
আমরা নাহয় ধুপকুয়াশায় বাঁচি?
তাই শোন সু-বন্ধু, হাতে রাখবে যদি হাত
একই পাতে মেখো ভাত, মাথায় হাত বুলাবো
যদি এ হাত ভাবো শক্ত উঁচু ছাদ
তাই শোন সু-বন্ধু, হাতে রাখবে যদি হাত
একই পাতে মেখো ভাত, মাথায় হাত বুলাবো
যদি এ হাত ভাবো শক্ত উঁচু ছাদ

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists