Lopamudra - Akash Amai Bhorlo Aloaie lyrics
Artist:
Lopamudra
album: Surer Badhone
আকাশ আমায় ভরল আলোয়
আকাশ আমি ভরব গানে
সুরের আবীর হানব হাওয়ায়
নাচের আবীর হাওয়ায় হানে
আকাশ আমায় ভরল আলোয়
আকাশ আমি ভরব গানে
সুরের আবীর হানব হাওয়ায়
নাচের আবীর হাওয়ায় হানে
আকাশ আমায় ভরল আলোয়
ওরে পলাশ, ওরে পলাশ
রাঙা রঙের শিখায় শিখায়
দিকে দিকে আগুন জ্বলাস
ওরে পলাশ, ওরে পলাশ
রাঙা রঙের শিখায় শিখায়
দিকে দিকে আগুন জ্বলাস
আমার মনের রাগ রাগিনী
রাঙা হল রঙিন তানে
আকাশ আমায় ভরল আলোয়
আকাশ আমি ভরব গানে
দখিন হাওয়ায় কুসুমবনের
বুকের কাঁপন থামে না যে
নীল আকাশে সোনার আলোয়
কচি পাতার নূপুর বাজে
দখিন হাওয়ায় কুসুমবনের
বুকের কাঁপন থামে না যে
নীল আকাশে সোনার আলোয়
কচি পাতার নূপুর বাজে
ওরে শিরীষ, ওরে শিরীষ
মৃদু হাসির অন্তরালে
গন্ধজালে শূন্য ঘিরিস
তোমার গন্ধ আমার কণ্ঠে
আমার হৃদয় টেনে আনে
আকাশ আমায় ভরল আলোয়
আকাশ আমি ভরব গানে
সুরের আবীর হানব হাওয়ায়
নাচের আবীর হাওয়ায় হানে
আকাশ আমায় ভরল আলোয়
Поcмотреть все песни артиста
Other albums by the artist