তোমাকে না লেখা চিঠিটা ডাকবাক্সের এক কোণে সাদা খামের না লেখা নাম একেছে তার গানে তোমাকে না লেখা চিঠিটা ডাকবাক্সের এক কোণে সাদা খামের না লেখা নাম একেছে তার গানে সেই চিঠির যতো লেখা থাকে একা একা সেই গানের না শোনা সুর একা একা আঁকা ছুঁয়ে যায়ে তবু কখন এসে! যদি বলি সে সবই তোমারই? একা চিঠি একা আঁকা গান যদি বলি সে সবই তোমারই? একা চিঠি একা আঁকা গান सैयाँ... सैयाँ... सैयाँ सैयाँ... सैयाँ... सैयाँ सैयाँ... सैयाँ... सैयाँ सैयाँ... सैयाँ... सैयाँ আমি আমিতে ভাসি নি কোনদিনও নীলে তুমি তোমার দু'চোখে সেই নীল ছুঁলে আমি আমিতে ভাসি নি কোনদিনও নীলে তুমি তোমার দু'চোখে সেই নীল ছুঁলে আজও আমার সারাটা নীল থাকে একা একা সেই চিঠির না পড়া সুর একা একা আঁকা ছুঁয়ে যায়ে তবু কখন এসে! যদি বলি সে সবই তোমারই? দু'চোখে ভেসে যাওয়া নীল আমার যদি বলি সে সবই তোমারই? দু'চোখে ভেসে যাওয়া নীল আমার सैयाँ... सैयाँ... सैयाँ सैयाँ... सैयाँ... सैयाँ सैयाँ... सैयाँ... सैयाँ सैयाँ... सैयाँ... सैयाँ তোমার সাথে খেলার ছলে তোমার কথায় ছিলাম ভুলে তোমার সাথে খেলার ছলে তোমার কথায় ছিলাম ভুলে সেই খেলা নিয়ে ছিলাম হারিয়ে গিয়ে সেই খেলা নিয়ে ছিলাম হারিয়ে গিয়ে আজ খেলা শেষে এ শহরে হারিয়ে ফেলে খুঁজি তোমায় আজ এতো আলোর এ আঁধারে এ মন তোমাকেই ছুঁতে চায় सैयाँ... सैयाँ... सैयाँ सैयाँ... सैयाँ... सैयाँ सैयाँ... सैयाँ... सैयाँ सैयाँ... सैयाँ... सैयाँ তুমি ছিলে তোমার সাথে একলা চাঁদে একলা রাতে তুমি ছিলে তোমার সাথে একলা চাঁদে একলা রাতে আমি আমায় নিয়ে ছিলাম হারিয়ে গিয়ে আমি আমায় নিয়ে ছিলাম হারিয়ে গিয়ে আজ একা একা এ শহরে হারিয়ে ফেলে খুঁজি তোমায় আজ এতো আলোর এ আঁধারে এ মন তোমাকেই পেতে চায় सैयाँ... सैयाँ... सैयाँ सैयाँ... सैयाँ... सैयाँ सैयाँ... सैयाँ... सैयाँ सैयाँ... सैयाँ... सैयाँ