Kishore Kumar Hits

Surojit Chatterjee - Firbo Na Aar lyrics

Artist: Surojit Chatterjee

album: Firbo Na Aar


যত এগিয়ে আসিস, প্রিয় বন্ধু
পিছিয়ে যাই ততই আমি
সতর্ক পায়ে চৌকাঠ পেরিয়ে
বেহুঁশ, বোকা, পাগলামি
যত এগিয়ে আসিস, প্রিয় বন্ধু
পিছিয়ে যাই ততই আমি
সতর্ক পায়ে চৌকাঠ পেরিয়ে
বেহুঁশ, বোকা, পাগলামি
পাড়া-পড়শী নিশ্চুপ যেমন হয়
কানাঘুষো, সবাই অন্তর্যামী
ক্রমশ গল্প বাকি অল্প
পড়ে থাকবে সবচেয়ে কম দামি
কাল আবার রোদ চৌরাস্তায়
সমস্ত সরিয়ে, অফিসের তাড়ায়
না, আমরা নই আগুন-পোকা
না, ফিরবো না আর, পুড়বো না আর
জ্বলবো না আর কারোর ইশারায়

কি জবাব দেবো নিজের নিজেকে?
কোন রাস্তায় আজ ফিরবো বাড়ি?
বন্ধ মোবাইল, মাইলের পর মাইল
ছেড়ে চলে যায় ঘরে ফেরার গাড়ি
কি জবাব দেবো নিজের নিজেকে?
কোন রাস্তায় আজ ফিরবো বাড়ি?
বন্ধ মোবাইল, মাইলের পর মাইল
ছেড়ে চলে যায় ঘরে ফেরার গাড়ি
কারা দাড়িয়ে বাসস্ট্যান্ডের ওপারে?
কি জানি কি দেখে চোখ তুলে
খোলা বইয়ের পাতা, মনের ব্যথা
সব ছড়িয়ে, জানি না কার ভুলে
কাল আবার রোদ চৌরাস্তায়
সমস্ত সরিয়ে অফিসের তাড়ায়
না, আমরা নই আগুন-পোকা
তাই ফিরবো না আর, পুড়বো না আর
জ্বলবো না আর কারোর ইশারায়

কাল আবার রোদ চৌরাস্তায়
সমস্ত সরিয়ে অফিসের তাড়ায়
না, আমরা নই আগুন-পোকা
কাল আবার রোদ চৌরাস্তায়
সমস্ত সরিয়ে অফিসের তাড়ায়
না, আমরা নই আগুনের পোকা
তাই ফিরবো না আর, পুড়বো না আর
জ্বলবো না আর কারোর ইশারায়

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists