Anindya Chatterjee - Bune Bune Jai lyrics
Artist:
Anindya Chatterjee
album: Sweater (Original Motion Picture Soundtrack)
তুমি কি শুনলে?
না জেনে বুনলে জট যাবেই পাকিয়ে
তার কিছুটা খুলবে, প্রশ্ন ঝুলবে
জীবন অবাক তাকিয়ে
দু'হাতে কাঁটা, অযথা হাঁটা
গত জন্মের টুকরো ভুল
গলার মাপে, কী যেন কাঁপে
রোদে ছেঁড়াখোঁড়া wool
তিন ঘর সোজা, এক ঘর উল্টো
শেষ হলে ভুল বোঝা যদি দরজারা খুলতো
আর এফোঁড়-ওফোঁড়, এফোঁড়-ওফোঁড়, এফোঁড়-ওফোঁড়
Wool কাঁটা বুকের ওপর বুনে বুনে যাই
ডাক শুনে শুনে পিছনে তাকাই
দিন গুনে গুনে যাই (গুনে গুনে যাই)
বুনে বুনে যাই
ডাক শুনে শুনে পিছনে তাকাই
দিন গুনে গুনে যাই (গুনে গুনে যাই)
♪
মায়াবী wool টুপি, দেখেছে চুপিচুপি
মেঘে ঢাকা আজল কাজল চোখ
মায়াবী wool টুপি, দেখেছে চুপিচুপি
মেঘে ঢাকা আজল কাজল চোখ
কুয়াশা ঢেকে দেওয়া toy train-এ
বেচারি আহাম্মক
তিন ঘর সোজা, এক ঘর উল্টো
শেষ হলে ভুল বোঝা যদি দরজারা খুলতো
আর এফোঁড়-ওফোঁড়, এফোঁড়-ওফোঁড়, এফোঁড়-ওফোঁড়
Wool কাঁটা বুকের ওপর বুনে বুনে যাই
ডাক শুনে শুনে পিছনে তাকাই
দিন গুনে গুনে যাই (গুনে গুনে যাই)
বুনে বুনে যাই
ডাক শুনে শুনে পিছনে তাকাই
দিন গুনে গুনে যাই (গুনে গুনে যাই)
বুনে বুনে যাই
ডাক শুনে শুনে পিছনে তাকাই
দিন গুনে গুনে যাই
(দিন যাই গুনে)
(দিন যাই গুনে)
(দিন যাই গুনে)
(দিন যাই গুনে)
(দিন যাই গুনে)
(দিন যাই গুনে)
(দিন যাই গুনে)
(দিন যাই গুনে)
Поcмотреть все песни артиста
Other albums by the artist