একটা নদী হঠাৎ যদি হারিয়ে ফেলে সাগরের নাউ কোন পাড়ে জল ছুঁয়েছে অতল কেন ছলছল চোখ বোজা খাম মনের মোহনা ছেয়ে যে নদী গেছে বয়ে হঠাৎ সে ডুবে যায় মনে শুধুই জলেরা জানে কি দারুণ অভিমানে কেঁদে সে গেছে স্রোত কোণে সময় ভেসে যায় ভেসে যায় অচেনায় নিজেকে সে হারাই ভেসে যায়, ভেসে যায় ব্যথার ঢেউয়েরা তার একা একার সময় বয়ে যাওযার অভিনয় আজও বুঝিনি কেউ ঠুটেতে ঝুলিয়ে ঢেউ প্রতিদিন কত কথা মরে যাই শুধু সাগর চেয়ে যে নদী গেছে বয়ে কেন সে ঘুম ভেঙ্গে মাটি শুধুই ব্যথারা জানে কিভাবে যে এ জীবনে সাথীহীন হয়ে হাঁটাহাঁটি সময় ভেসে যায়, ভেসে যায় অচেনায় নিজেকে সে হারাই, ভেসে যায় ভেসে যায়