Kishore Kumar Hits

Bolepur Bluez - Motike Gouranger Biye De Na lyrics

Artist: Bolepur Bluez

album: The Soul Connection


মা-ই হে... কলঙ্কিনী রাধা
কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
মা-য় তয় জলে না যাইও। (২)
মা-য় তয় জলে না যাইওওও...(২)
ও কি ও...!
হাটে না যাইও, বাঁটে না যাইও, ঘাঁটে না যাইও লাজে। (২)
মা-য় তয় আরো না যাইও লাজে।
মা-ই বো পায়ে নাম রাখিয়াছে কলঙ্কিনী রাঁধে
মা-য় তয় জলে না যাইও। (২)
জলে না যাইও
মা-য় তয় জলে না যাইও।
মা-ই হে... কলঙ্কিনী রাধা
কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
মা-য় তয় জলে না যাইও।
ও কি ও...
যাইও নারে, যাইও নারে কদমতলা দিয়া। (২)
মা-য় তয় কদমতলা দিয়া।
কানা আবার দিছে ফান্দো রাধিকার লাগিয়া
ও কি ও...
কলসিতে পানি যমুনা বহু দূর। (২)
হাঁটিতে না পারে রাঁধে, পরিতে নূপুর
মা-য় তয় জলে না যাইও! (২)

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists